সিত্রাং: প্রভাব থেকে দেশ বিপদমুক্ত

আরো পড়ুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে বাংলাদেশ এখন বিপদমুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সিত্রাং-পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদফতরের উপপরিচালক সানাউল হক মণ্ডল।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, স্থল ও জলসীমা মিলিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। সিত্রাংয়ের প্রভাবে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার এবং ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে বৃষ্টিহীন ছিল দিনাজপুর ও পঞ্চগড়ের তেতুঁলিয়া।

এর আগে গতকাল সোমবার মধ্যরাতে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে সিত্রাং নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে এটি আরো দুর্বল হয়ে পড়ছে। মঙ্গলবার এটি গুরুত্বহীন হয়ে পড়ার কথা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ