ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না: মায়া

আরো পড়ুন

বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপিকে সারা দেশে কোথাও নামতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিতে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, সামনে নির্বাচন, আর হয়তো এক বছর বাকি আছে। এর আগেই উল্টা পথে ক্ষমতায় যাওয়ার জন্য তারা (বিএনপি) পাঁয়তারা শুরু করেছে। তাদের বক্তৃতায় ভোটের কথা নেই। স্বাধীনতা-মুক্তিযুদ্ধের কথা নেই। একটাই কথা, শেখ হাসিনাকে উৎখাত করতে হবে।

তিনি বলেন, খুলনায় আজ বিএনপির জনসভা। তারা বাস-ট্রাক জোর করে নিয়ে যায়, হেলপার-কন্ডাকটারকে মারধর করে, ভাড়া দেয় না। যে কারণে তারা আগেই বাস বন্ধ করে দিয়েছে। দোষ দেয় আওয়ামী লীগের ওপর।

বিএনপি সমাবেশে সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে যায় মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাসীদের শায়েস্তা করতে হবে। সন্ত্রাসী সন্ত্রাসীই, এর কোনো দল নেই, দেশও নেই। এদের সমাবেশে আমাদের লক্ষ রাখতে হবে; কোন দিকে যায়। ষড়যন্ত্র কিন্তু অনেক গভীর। দেশি এবং আন্তর্জাতিকভাবে শুরু হয়েছে। ডিসেম্বর বিজয়ের মাস, যদিও সব মাসই আমাদের মাস, ৯ মাসই আমরা যুদ্ধ করেছি। ৩০ লাখ শহীদের রক্তে ভেজা মাসে তারা সন্ত্রাসীদের নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে তারা হটিয়ে দিতে চায়। বলছে, ১০ ডিসেম্বরের পরে স্বাধীনতার পক্ষের শক্তির সরকার-শেখ হাসিনার সরকার থাকবে না। বিজয়ের মাসে সারা বাংলাদেশে ওদের কোথাও নামতে দেওয়া হবে না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ