বিএনপির বিরিয়ানি খেতে পলোগ্রাউন্ড মাঠে লোকজন এসেছিল: শিক্ষা উপমন্ত্রী

আরো পড়ুন

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির দেয়া বিরিয়ানি খাওয়ার জন্য চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে লোকজন এসেছিল। কিন্তু এসব করে তো নির্বাচনে জেতা যায় না। নির্বাচনে জিততে হলে মানুষের পাশে থাকতে হবে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিবুল হাসান বলেন, বিএনপি ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে মাঝপথ থেকে পালিয়ে গিয়ে মানুষকে তারা ধোঁকা দিয়েছিল। তারা আগের মতো আগামী ২০২৪ সালের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে। তারা অপপ্রচার চালিয়ে গুজব রটিয়ে মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। কিন্তু তাদের কথায় মানুষ রাস্তায় নামবে না।

তিনি বলেন, চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। পাকিস্তানিদের হাতে গ্রেফতার হয়ে চট্টগ্রামের মোসলেম উদ্দিন এমপি, আবু ইউনুসসহ নির্মম নির্যাতনের শিকার হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এসব ইতিহাস স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের জানতে হবে। আগামীদিনগুলোতে সাংগঠনিক কাঠামো মেনে ইউনিট পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ করতে ইচ্ছুক সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের লিপিবদ্ধ করে স্বেচ্ছাসেবক সদস্য কার্যক্রম পরিচালনা করা দরকার।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন মোরশেদ টিপু, আশরাফ উদ্দিন শাহীন বক্তব্য রাখেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ