যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যবসায়ীর নাম পারভিন খাতুন। সে স্থানীয় পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হাদিসের স্ত্রী।
শনিবার (২২ অক্টোবর) ভোরে পৃথক অভিযানে মাদকের চালানটি আটক করা হয়।
পুলিশ জানায়,তাদের কাছে গোপন খবর আসে পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে এক নারী মাদক বিক্রেতা আটক করা হয়েছে। দুপুরে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

