যশোর প্রতিনিধি
যশোর জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে একটিও ভোট পায়নি।
সোমবার ফলাফল ঘোষনার সময় যশোর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার তমিজুল ইসলাম খান এতথ্য দেন।
৪ নম্বর ওয়ার্ডে অভয়নগরের দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে একটিও ভোট পায়নি। তারা হলেন অটোরিক্সা মার্কার এমএম আজিম উদ্দিন এবং ঘুড়ি মার্কার প্রার্থীর শেখ মাহবুব উর রহমান। এই ওয়ার্ডে ৬৭ ভোটে বিজয়ী হয়েছেন হাতি মার্কার পদপ্রার্থী আব্দুর রউফ মোল্লা।
অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ড বাঘারপাড়ার তালা মার্কার পদ প্রার্থী রাকিব হাসান কোন ভোট পায়নি। ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন সাইফুজ্জামান চৌধুরী ভোলা। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ডে যশোর সদরে সদস্য পদে এক ভোটও পায়নি টিউবওয়েলরে সোহেল রানা এবং উটপাখির মার্কার অহেদুজ্জামান সেলিম। এখানে জয় লাভ করেছেন শ্রমিক লীগ নেতা হাতি মার্কার জবেদ আলী ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে এক ভোটও পায়নি ৮নম্বর ওয়ার্ড কেশবপুরের ঘুড়ি মার্কার নজরুল ইসলাম খাঁন। এই ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন হাতি প্রতীকের আজিজুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৫৮।
প্রসঙ্গত, যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশিত জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারা’র প্রার্থী মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৪ ভোট।
জাগো/আরএইচএম

