নিজস্ব প্রতিবদেক : যশোরে বিভিন্ন কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়ভাবে দিবসটি পালিত হলো।
যশোর পৌরসভা শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে পৌরসভায় কেক কাটা ও মিষ্টি বিতরণ হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কেক কাটা ও মিষ্টি বিতরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। প্যানেল মেয়র শেখ মোকসিমুল বারী অপু, রাজিবুল আলম, সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর নাসিমা আক্তার জলি, শেখ রোকেয়া পারভীন ডলি, উপসহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন প্রমুখ।
যশোর সরকারি এম এম কলেজ যশোর সরকারি এম এম কলেজে আলোচনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপত্বি করেন ইংরেজী বিভাগের প্রধান আব্দুল রাহেল জাকারিয়া। বক্তব্যে রাখেন প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, প্রফেসর জিল্লুর রশিদ, প্রফেসর মেহেদী হাসান প্রমুখ।
যশোর সরকারি মহিলা কলেজ
যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান। অনুষ্ঠানের আহবায়ক সৈয়দ আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাহমিন আহমেদ ফাহিম, কামরুজ্জামান, সালমান ফারসি প্রমুখ।
যশোর জিলা স্কুল
যশোর জিলা স্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। প্রধান অতিথি যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক সেখ সফিয়াপর রহমান, সিনিয়ার শিক্ষক জামাল উদ্দিন, নজরুল ইসলাম খান প্রমুখ।

