রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৩

আরো পড়ুন

রাশিয়ার সুপারসনিক যুদ্ধবিমান আবাসিক ভবনে বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩-তে দাঁড়িয়েছে।

গতকাল সোমবার রাশিয়ার সুখোই এসইউ-৩৪ নামের বিমানটি প্রশিক্ষণের সময় আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। এতে প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়।

রাশিয়ার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ১৩ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ৯ তলা আবাসিকভবনে বড় ধরনের আগুন জ্বলতে দেখা যায়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিমান চালকরা বের হয়ে আসতে সক্ষম হন।

আল জাজিরা সূত্রে জানা যায়, তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি। ঘটনা অনুসন্ধানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ