যশোরের বাঘারপাড়ায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে ভোট দেন জনপ্রতিনিধি ভোটাররা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী হাতি প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়েছেন। এছাড়া বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন সিলিং ফ্যান প্রতীকে পেয়েছেন এক ভোট। অপর প্রার্থী তালা প্রতীকের উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন কোনো ভোট পাননি।
বাঘারপাড়া উপজেলায় ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং উপজেলা চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যানসহ মোট ভোটার ছিলেন ১৩৩ জন। এরমধ্যে সবাই ভোট দিয়েছেন।
এছাড়া এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী পিকুল পেয়েছেন ৭২ ভোট। এ পদের অপর প্রার্থী মারুফ হাসান কাজল আনারস প্রতীকে পেয়েছেন ৬২ ভোট।
অন্যদিকে বাঘারপাড়া উপজেলায় সংরক্ষিত ৮ প্রার্থীর মধ্যে হরিণ প্রতীক নিয়ে নাছিমা সুলতানা পেয়েছেন ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাটিম প্রতীক নিয়ে রেহানা খাতুন পেয়েছেন ৩৫ ভোট। এছাড়া মাইক প্রতীকের লায়লা খাতুন পেয়েছেন ২২ ভোট, ফুটবল প্রতীকের সান-ই-শাকিলা আফরোজ পেয়েছেন ১৭ ভোট, দোয়াত-কলম প্রতীকের হাজেরা পারভীন পেয়েছেন ৬ ভোট, টেবিল ঘড়ি প্রতীকের রাখী ব্যানার্জী পেয়েছেন ৫ ভোট, টেলিফোন প্রতীকের বিলকিস সুলতানা সাথী পেয়েছেন ৪ ভোট এবং বই প্রতিকের মরিয়ম বেগম কোনো ভোট পাননি।

