উৎপল দে, কেশবপুর (যশোর): কেশবপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে হাতি প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম (খন্দকার আজিজ) ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদের ভেতর অটোরিকশা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন ২৩ ভোট, টিউবওয়েল প্রতীকের প্রার্থী সাঈদুর রহমান ১৯ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ৪ ভোট, উট পাখি প্রতীকের প্রার্থী মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান ১ ভোট ও ঘুড়ি প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান পেয়েছেন শূন্য (০) ভোট।
নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার রবিউল ইসলাম।

