বিপুল ভোটের ব্যবধানে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উদ্দিন খান আনারস প্রতীক নিয়ে ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মহসিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০৪।
ভোট গ্রহণ শেষে রিটার্নিং অফিসার ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামে অনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।

