মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পঙ্কজ কুন্ডুকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিয়তউল্লাহ মিয়া রাজন ১৩০ ভোট পেয়েছেন।
চার উপজেলায় সদস্য নির্বাচিত হয়েছেন মাগুরা সদরে আনিসুর রহমান খোকন, শ্রীপুরে আরজান বাদশা, মহম্মদপুরে শেখ আব্দুল মান্নান ও শালিখায় মুন্সী আবু হানিফ।
সংরক্ষিত নারী আসনে সদর ও শ্রীপুর উপজেলায় কামরুন্নাহার জলিকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। শালিখা ও মহম্মদপুরর উপজেলায় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজনিন রাব্বানি নির্বাচিত হন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

