সাতক্ষীরা জেলা পরিষদের আবারো চেয়ারম্যান হলেন নজরুল

আরো পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু (চিংড়ি মাছ প্রতীক) পেয়েছেন ৪৪৭ ভোট।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়ী প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

এনিয়ে নজরুল ইসলাম দ্বিতীয়বার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বারের এ নির্বাচনে ১ হজার ৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ