চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু জয় লাভ করেছেন। তিনি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন।
মঞ্জু পেয়েছেন ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরেফিন আলম রঞ্জু পেয়েছেন ২৪৯ ভোট।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মঞ্জু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেফিন আলম রঞ্জু পেয়েছেন ২৪৯ ভোট।
এ নির্বাচনে মোট ভোটার ছিল ৫৬৫। জেলার চার উপজেলার চারটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

