ঢাকার কেরানীগঞ্জে তালাবন্ধ একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; মৃতদেহের পাশে একটি চিরকুটও পেয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার মডেল টাউন এলাকার ব্যাপারী ভিলার অষ্টম তলার ওই ফ্ল্যাটের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চঞ্চলা বিশ্বাস (৩২) তার স্বামী বিপ্লব সমাদ্দারের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিপ্লব একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চঞ্চলা রাজবাড়ীর বালিয়াকান্দি মাশালিয়া গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মুক্তি বলেন, ওই ভবনের বাসিন্দারা তালা দেওয়া ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ বাসার ভেঙে ভেতরে ঢুকে ওই গৃহবধূর লাশ পায়।
ওই এলাকার কিছু সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে জানিয়ে এই পুলিশ সদস্য বলেন, “ফ্ল্যাটের ভেতর থেকে বেশ কিছু আলামত ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীই তাকে হত্যা করে ঘর তালাবন্ধ করে পালিয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বামীকে ধরতে চেষ্টা চলছে।“
জাগো/আরএইচএম

