টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আরো পড়ুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন নাফনদী এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, “নাফ নদী হয়ে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে গোপন খবরে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর বেড়িবাঁধে দুইজন ব্যক্তিকে একটি বস্তুা কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদেরকে থামতে বলে।

“এ সময় বস্তাটি ফেলে অন্ধকারের মধ্যে পাশের গ্রামের দিকে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায় তারা । পরে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ