বিএনপির সমাবেশ উপলক্ষে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের সব বাসযাত্রীরা বিপাকে পড়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করলেও বাসের কোন দেখা নেই, এ চিত্র রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে।
বেলা দুইটায় ময়মনসিংহ শহর এলাকায় বিভাগীয় সমাবেশ ডেকেছে বিএনপি।
সংশ্লিষ্টদের ধারণা বিএনপির সমাবেশের কারণে সকাল থেকেই বন্ধ আছে ময়মনসিংহ বিভাগের জেলা জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বাস।
ময়মনসিংহ যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষাকৃত এক যাত্রী বলেন, যে গরম পড়ছে, তার ওপর বাস চলছে না। পদে পদে ভোগান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে সময়ও লাগছে বেশি।
শেরপুর রুটের কয়েকজন বাস চালক জানান, আশা করছি শিগগিরই বাস চলাচল স্বাভাবিক হবে।
এদিকে সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা চললেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জাগো/আরএইচএম

