যশোর কারখানার অস্ত্র যায় দেশের বিভিন্ন এলাকায়

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোর শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ। এখানে তৈরি হয় দেশি ওয়ান শুটারগান। তৈরি হয় পিস্তলের যাবতীয় সরঞ্জাম। এ ওয়ার্কসপে তৈরি অস্ত্র বিক্রি হয় দেশের বিভিন্ন এলাকায়।

গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালায় অস্ত্র তৈরির এ কারখানায়। উদ্ধার হয় অস্ত্র ও সরঞ্জাম। আটক হয় তিন কারিগর। তাদের কাছে গুরুত্বপূর্ণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

jashore atok 03

শুক্রবার (১৪ অক্টেবর) কোতোয়ালি মডেল থানা পুলিশ আটককৃতদের আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে, পরবর্তিতে রিমান্ড শোনানী হবে।

আটককৃতরা হলো, শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মধ্যপাড়ার আহম্মদ আলীর ছেলে কুদ্দুস আলী ও একই গ্রামের পার্কের মোড় এলাকার ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন।

ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অবৈধ অস্ত্র তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই ওয়ার্কসপ থেকে এদিনে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, দুইটি দেশিয় ওয়ান শুটারগান, তিনটি ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্পাইডার, তিনটি ৭.৬৫ বডি ও তিনটি হাতল, ৭.৬৫ পিস্তলের ৮টি ম্যাগজিন, একটি গান্ডার মেশিন, পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার ৭টি, পিস্তলের সেফটিক লক একটি, পিস্তলের তৈরির চ্যানেল চারটি, ৭টি স্প্রিং, ৫ রাউন্ড কার্তুজ, একটি ড্রিল মেশিনসহ বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার এবং দোকান মালিকসহ তিনজনকে আটক হয়।

এই ঘটনার পরদিনে কোতোয়ালি থানায় দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ