খুলনায় পুলিশ সদস্যের স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

আরো পড়ুন

খুলনার খানজাহান আলী থানাধীন ৪ নং যোগীপোল এলাকা থেকে মাহমুদা খাতুন টুম্পা নামের এক পুলিশ সদস্যের স্ত্রী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে ভাড়াবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদা খাতুন টুম্পা খুলনা কোর্ট পুলিশ সদস্য শাকিল আহমেদের স্ত্রী।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জা কামাল হোসেন খান বলেন, মাহমুদা খাতুন ও শাকিল দম্পতি যোগীপোল ৪ নং ওয়ার্ড স্বপন কুমার রাহার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শাকিল খুলনা কোর্ট পুলিশের সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। দুপুরের খাবার খেয়ে ডিউটির জন্য খুলনায় চলে আসেন। রাত সাড়ে ৯ টার দিকে যোগীপোল এলাকার ওই ভাড়াবাড়িতে পৌছান তিনি। রাতে বাড়িতে ফিরে এসে বাইরে থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। পরে বাড়ির মালিককে ডেকে এনে দরজা ভেঙ্গে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি নামায়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন তা জানা যায়নি। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। ঝুলন্ত লাশ নামিয়ে সুরাতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রির্পোট হাতে এলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ