যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার বাহাদুরপুরে ট্রাক চাপায় আসাদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা রনি হোসেন (৩০) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশংঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আসাদ সদর উপজেলার হামিদপুর এলাকার ওমর ফারুকের ছেলে এবং রনি হোসেন একই এলাকার হানিফ হোসেনের ছেলে। তারা দুজনেই রাজমিস্ত্রীর কাজ করতেন।

হতাহতদের সহকর্মী আলমগীর হোসেন জানান, আসাদ ও রনি আহাদ জুটমিলের শ্রমিক। কোম্পানিতে কাজ না থাকায় তারা খাজুরা তেল পাম্পের নিকট একটি জমির প্রাচীর গাঁথুনির কাজ করছিলেন। আজ প্রথম দিনে সেখানে কাজ করে দুই মোটরসাইকেলে চারজন সহকর্মী একসাথে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর -মাগুরা মহাসড়কের মেহগনি তলা নামক স্থানে পৌছালে সামনে থেকে একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে পেছন থেকে আসা যশোর অভিমুখী একটি দ্রুত গতীর ট্রাক আসাদের মোটরসাইকেলকে চাপা দেয়। রনিও আসাদের মোটরসাইকেলে ছিলো। এ সময় সঙ্গে থাকা অপর দুই সহকর্মী একটি চলন্ত এ্যাম্বুলেম্স দাড় করিয়ে আসাদ রনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করে। রনি গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসক ঢাকায় রেফার করেছেন।

সার্জারী ওয়ার্ডের চিকিৎসক ডা.রাফসান জানান, আহত রনির অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

জরুরী বিভাগের চিকিৎসক ডা.শুভাশিস রায় বলেন, সড়ক দুর্ঘটনায় আসাদ নামে একজন মারা গেছে। তার লাশ মর্গে রয়েছে। সাথে থাকা রনি নামে আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ