অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৫৮ বছর বয়সী জাহানারা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সোমবার সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও উপস্থাপক রুম্মান রশীদ খান । তিনি বলেন, আন্টি তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। পারিবারিকভাবে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।
তিনি তার ফেসবুকে লিখেন, আন্টি জেনে গেলেন, এ যুগে মা-বাবার জন্য নিবেদিতপ্রাণ একজন সন্তান তিনি রেখে গেছেন। এত আদর্শ একজন সন্তান তিনি রেখে গেছেন। ঈশিতা আপু, আন্টির দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। নিশ্চয়ই তিনি ওপারে ভালো থাকবেন।

