গাইবান্ধায় উপ-নির্বাচনে ১২৪২ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে

আরো পড়ুন

ভোটের মাঠের সহিংসতা এড়াতে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ১২০ কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করেছে।

ভোটের মাঠের সহিংসতা এড়াতে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই ১২০টি কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম এ তথ্য জানান।

শাহরিয়ার আলম বলেন, আগামী ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ