ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিলে শিক্ষকের মৃত্যু

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা এজেডএম সাইদুর রহমান (মিল্লাত মাওলানা) (৬০) ইন্তেকাল করেছেন।

শনিবার (৮ অক্টোবর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জুসনে জুলুস মিছিলে তিনি মারা যান।

মাওলানা এজেডএম সাইদুর রহমান উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা।

দলীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জুসনে জুলুস মিছিল বের হয়। মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আসার পথে সরাইল বাগে মদিনা কার্যালয়ের সামনে মিছিলে স্লোগান দিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন এজেডএম সাইদুর রহমান।

এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাদ আসর জানাজা শেষে নিজ গ্রাম কুট্টাপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এজেডএম সাইদুর রহমান সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘ সময় শিক্ষকতা করছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার অবসরে যাওয়ার কথা ছিল।

তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ