কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী যোগ দিল জাতীয় পার্টিতে

আরো পড়ুন

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৫ শতাধিক বিএনপি’র নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।

শনিবার বিকেলে কুড়িগ্রাম পুরাতন শহরের রেলস্টেশন চত্বরে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র ৫ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুর রহমান।

এসময় নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদেরকে বরণ করে নেয়া হয়।

এ প্রসঙ্গে নাগেশ্বরী উপজেলা বিএনপি’র সভাপতি নুরুন্নবী দুলাল জানান, এগুলা ঠিক না। নারায়ণপুর বিএনপির ঘাটি। এ মুহূর্তে জাতীয় পার্টির অনেক মানুষ বিএনপিতে আসার জন্য লাইন দিয়ে আছে।

জাতীয় পর্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি জানান, আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী দিনে জাতীয় পার্টির সুদিন আসছে। আমরা জাতীয় পার্টিকে সুসংগঠিত করছি। এ অঞ্চলের মানুষ জাতীয় পার্টির উপর আস্থাশীল। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা দলে দলে জাতীয় পার্টিতে যোগদান করছে।

দলদলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজাহান আলী জানান, কাউকে কিছু অবগত না করে স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতের আশ্রয় নেয়ায় আমরা একযোগে ৪২জন পদত্যাগ করেছি।

এ ব্যাপারে উলিপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জানান, তাদের পদত্যাগপত্র আমরা পেয়েছি। এখনো গ্রহণ করা হয়নি। তবে অনেকে পদত্যাগের বিষয়টি জানেন না বলে আমাদের সাথে যোগাযোগ করেছেন। বিষয়টি আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করছি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ