খুলনায় বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারটিতে থাকা ৬/৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
গত রবিবার রাতে রূপসা রেল ব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
সোমবার (৩ অক্টোবর) সকালে রূপসা নৌ ফাঁড়ির এসআই মুনসুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ ব্যক্তির নাম মাহাতাব উদ্দিন। তিনি খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।
এসআই মুনসুর আলী বলেন, রাতে একটি ট্রলার কয়েকজন যাত্রী নিয়ে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। রূপসা রেল ব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাল্কহেড ট্রলারের সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়। এসময় ট্রলারের ৬ জন সাঁতার তীরে উঠতে পারলেও মাহাতাব নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে অভিযান শুরু করে।
জাগো/আরএইচএম

