গাজীপুরে অরক্ষিত রেলগেইটে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

আরো পড়ুন

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলগেইট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা সোহেল হাসিব খান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়ির চালক সজিব আহমেদ।

সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হাসিব খান উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খান নায়েব মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার নলছাটা রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় গাড়িটির চালক গুরুতর আহত হন।

তিনি আরো জানান, এই রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফলে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। আমরা লাশটিকে শানাক্ত করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ, গত বছরের ২ অক্টোবর এই রেলক্রসিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ দুই জন নিহত হন। চলতি বছরের ২ মে তিন জন তাল ব্যবসায়ী এই ক্রসিংয়েই প্রাণ হারান। কালীগঞ্জে এরকম আরো প্রায় ৮টি অরক্ষিত রেলগেইট রয়েছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ