রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

আরো পড়ুন

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝখানে চাপা পড়ে হালিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হালিমা বেগম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইনছা গ্রামের লাল মিয়ার স্ত্রী তিনি। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। হালিমা বেগম বাসা থেকে বের হয়ে বারডেম হাসপাতালের দিকে যাচ্ছিলেন। গুলিস্তানে নামতেই দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ