বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আরো পড়ুন

বাগেরহাটের ফকিরহাটে বাগেরহাট-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় রাজু সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রবিবার দুপুরে উপজেলার পালের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু সরকার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, রাজু সরকার রবিবার দুপুরে বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌছালে খুলনাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজু নিহত হন।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ