শরীয়তপুরে বস্তাবন্ধি লাশ উদ্ধার

আরো পড়ুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে বস্তাবন্ধি অবস্থায় আজিজুর রহমান মাসুম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৮টায় বাশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আজিজুর রহমান মাসুদ (৪০) ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি গ্রামের বাসিন্দা। তার ২ ছেলে রয়েছে। শনিবার নিখোঁজ মর্মে একটি জিডি করেন নিহতদের পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। গত শুক্রবার তার শশুর বাড়ি দাওয়াত ছিল। কিন্তু তিনি যাননি। পরে সন্ধ্যায় স্ত্রী ফোন দিলে তা তিনি রিসিভ করেননি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার মাসুদকে পাওয়া যায় নি মর্মে থানায় জিডি করেন পরিবার। রবিবার সকালে বাড়ির পাশে বস্তাবন্ধি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে বস্তাবন্ধি লাশটি উদ্ধার করি। এর আগে শনিবার তার স্বজনরা থানায় একটি জিডি করেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ