র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না: নতুন ডিজি

আরো পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পর র‌্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না এলিট ফোর্স র‌্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন। বলেন, আমি ব্যক্তিভাবে বলব র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া শেষে র‌্যাবের নবনিযুক্ত ডিজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্রুতই র‌্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। র‌্যাবকে সংস্কারের কথা জানান এই মার্কিন রাষ্ট্রদূত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরই মধ্যে আমরা সেসব বিষয় জবাব দিয়েছি। জবাব দেয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।

নিষেধাজ্ঞা দেয়া আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ করে র‌্যাব ডিজি বলেন, আপনি বললেন এতোগুলো লোক আমার উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা সরকার কিংবা আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। এটা সত্য, যারা কাজ করে তাদের ভুলক্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তি স্বার্থে করেছি, নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলবো, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবেলা করব।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত বলেছেন র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয় হবে না বরং র‌্যাবকে সংস্কারের জন্য বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, আমি ব্যক্তিভাবে বলব র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

আদৌ সংস্কারের জন্য কোনো লিখিত প্রস্তাব করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেইনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ