যশোরে ট্রেনে কাটা পড়ে সাতক্ষীরার যুবক নিহত

আরো পড়ুন

যশোরের বেনাপোলে কাগজপুকুর গ্রামের মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এই দুঘর্টনা ঘটে।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে আলী হোসেন।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনেটি ওই এলাকায় পৌছালে ইচছাকৃতভাবে আলী হোসেন ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে। এক পর্যায়ে তার শরীরে উপর দিয়ে ট্রেন চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ