সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ২ চিংড়ি ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অপদ্রব্য পুশকৃত ৬০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব সাতক্ষীরার ক্যাম্পের একটি অভিযানিক দল শ্যামনগর উপজেলার কাশিমাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় চিংড়ি ব্যবসায়ী মুজাহিদ (২৫) এবং আল আমিনকে (২১) ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারার বিধান অনুযায়ী আটক করা হয়।
আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের নিকট দোষ স্বীকার করলে তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তারা নগদে পরিশোধ করে। জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
র্যাবের এই অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান, ডেপুটি সহকারী পরিচালক সেলিম মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

