আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মাঠে আসুন কিন্তু লাঠি নিয়ে এলে খবর আছে। আওয়ামী লীগ মাঠে প্রস্তুতি নিয়ে আছে। সর্তক আছে, রাজপথে আছে, সংযম নিয়ে থাকবো।’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলে থেকে যারাই আওয়ামী লীগের দুর্নাম করছেন সবখবর নেত্রীর কাছে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সবার এসিআর শেখ হাসিনার কাছে আছে। সময় মতো টের পাবেন। এরইমধ্যে কেউ কেউ টের পাচ্ছেন, বাকিরাও পাবেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে উদাহরণ হলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সবচেয়ে সফল কুটনীতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। তিনি ফিরে এসেছিলেন বলেই ২১ বছর অন্ধকারে থাকা বাংলাদেশ আলোকিত হয়েছে।’
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়া মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা স্লোগানকে নির্বাসনে পাঠিয়েছেন। শেখ হাসিনা যদি ফিরে না আসতেন তাহলে কি স্বাধীন বাংলাদেশে ফিরে পেতাম? তিনি যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।’
করোনাভাইরাস মোকাবিলা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা পেরেছি যা বিশ্বের অনেক দেশ করতে পারেনি। বিনা টাকায় ভ্যাকসিন দিয়েছি। শেখ হাসিনার জন্য এটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দেন। তার কারণে আমাদের সক্ষমতা আরও বড় হয়েছে। শেখ হাসিনার সততাকে সবার অনুসরণ করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় নির্বাচনের এখনো প্রায় ১৫ মাস বাকি আছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বাকি আছে। শেখ হাসিনার এত উন্নয়ন অর্জন দুই-চার জনের অর্পকমের কারণে যেন ম্লান না হয়। আওয়ামী লীগের পরিচয়ে, দলের সহযোগী সংগঠনের পরিচয়ে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। দোষ করে গুটিকয়েক আর দুর্নাম হয় গোটা সরকারের, দুর্নাম হয় গোটা পার্টির। এটা আওয়ামী লীগ হতে দেবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনপ্রতিনিধি হয়ে জমিদারি মনমানসিকতা নিয়ে চলবেন সেটা শেখ হাসিনা সেটা কোনোদিন ক্ষমা করবেন না। এই ধরনের ব্যক্তি শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর দলে থাকতে পারবে না।’
এসময় বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ এবং শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চান ওবায়দুল কাদের।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাগো/আরএইচএম

