বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

আরো পড়ুন

নৌবন্দরের ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরিচা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন ৩টি ঘাটের ইজারায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। যেখানে সরকারের ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছে দুদক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেয়া হয়েছে। সংস্থাটির উপ-সহকারী পরিচালক আলিয়াজ হোসেন যেকোনো সময় মামলাটি দায়ের করবেন বলে ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে।

অনুমোদিত মামলার আসামিরা হলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার ও ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এবং সাবেক তিন উপ-পরিচালক সেলিম রেজা, কবির হোসেন ও মাসুদ পারভেজ।

এছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হবে। তারা হলন, এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন এবং রফিকুল ইসলাম খান।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে নৌবন্দরের ইজারা দেওয়া হয়। কিন্তু ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে আরিচার নগরবাড়ি, কাজিরহাট ও নরাদহ ঘাটের ইজারায় কোনো দরপত্র আহবান করা হয়নি। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা পরস্পর যোগসাজশে এইসব ঘাটের ইজারা কম মূল্যে দিয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ