যশোরের মণিরামপুরে পঙ্গু প্রতিবন্ধী শাহিনুর ইসলামের চুরি যাওয়া ব্যাটারীচালিত মোটর ভ্যান উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় চুরি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃতের নাম হেলাল উদ্দিন (২৬)। তিনি বাঘারপাড়া থানার দরাজহাটের বাসিন্দা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রাতে মণিরামপুর থানাধীন কাশিমপুর গ্রামের পঙ্গু প্রতিবন্ধী শাহিনুর ইসলামের ব্যাটারী চালিত মোটর ভ্যান (যা দিয়ে তিনি পেয়ারা, আখ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন) অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। বিষয়টি সোশাল মিডিয়ায় আসলে নজরে আসে জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে ডিবির ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে এলআইসি টিম তদন্তে নেমে ঘটনায় জড়িত ১ জনকে আটক করে চোরাই ভ্যানটি উদ্ধার করে।
এ ঘটনায় শাহিনুর ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানার একটি মামলা করেছেন।

