মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর

আরো পড়ুন

২০২০-২০২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)। ওইদিন বিকেলে ৪টায় মেধা তালিকার এই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা এসএমএসে nu<space>atmf<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে মেধা তালিকার ফল জানতে পারছেন। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষেরই হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই আগামী ১০ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৬ অক্টোবর থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ