ইতালির জাতীয় নির্বাচনে রক্ষণশীল জোট জয় পেয়েছে। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন জর্জিয়া মেলোনি।এ জয়ের মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন ৪৫ বছর বয়সী এই নারী।
একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডানপন্থী জোট হিসেবে প্রথমবারের মতো ইতালির ক্ষমতা পেতে যাচ্ছে মেলোনির দল ব্রাদার্স অব ইতালি।
জরিপে দেখা গেছে মেলোনির ব্রাদার্স অব ইতালি ভোট পেয়েছেন ২৬ শতাংশ।
এর আগে গত ২০১৮ সালের নির্বাচনে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল তার দল। ধারণা করা হচ্ছে ইতালিতে চলমান অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা সমস্যার কারণে দেশটির নাগরিকরা বেছে নিয়েছেন তাকে।
এর আগে গতকাল ভোর পাঁচটায় শুরু হয় ইতালির পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। যা চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন মেলোনি।
এরইমধ্যে ভোটে বিজয় ঘোষণা করেছেন মেলোনি। পরবর্তী সরকারের নেতৃত্ব দাবি করে সমস্ত ইতালীয়দের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই নারী।
ইতালির ক্ষমতা থেকে সদ্য বিদায়ী মধ্য-বাম ডেমোক্রেটিক পার্টি পেয়েছে প্রায় ১৯ শতাংশ ভোট। নিরপেক্ষ ফাইভ স্টার মুভমেন্ট পেয়েছে ১৬ শতাংশ ভোট। মধ্যপন্থী অ্যাকশন গ্রুপ ৭ শতাংশের কিছুটা বেশি ভোট পেয়েছে।
জাগো/আরএইচএম

