ঝালকাঠিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

ঝালকাঠির নলছিটিতে পরনের লুঙ্গি দিয়ে হিজল গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় আফতার আলী খান (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা দেড়টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বৈচন্ডী এলাকায় গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফতার খান নলছিটি পৌর এলাকার মধ্য মালিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক কিশোর কলমি শাক তুলতে গেলে ঝুলন্ত মরদেহটি দেখে চিৎকার দিলে লোকজন গিয়ে নলছিটি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

পারিবারিক কলহের কারণে তিনি নিজেই পরনের লুঙ্গি দিয়ে ফাঁস দিতে পারেন বলে তাদের ধারণা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ