পিবিআই প্রধান বনজসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আরো পড়ুন

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পক্ষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত শুনানি শেষে মামলার আবেদন খারিজ করে দেন।

একই আদেশে কারাগারে নিরাপত্তা চেয়ে করা তার আবেদনটিও আদালত খারিজ করে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের পক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ।

এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) একই আদালতে ২১ পৃষ্ঠার এজাহার দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, পিবিআইয়ের সাবেক পরিদর্শক (বর্তমানে খুলশী থানার ওসি) সন্তোষ কুমার চাকমা ও একেএম মহিউদ্দিন সেলিম (বর্তমানে পাহাড়তলী জোনের সহকারী কমিশনার) এবং চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবির।

মামলার আরজি গ্রহণ করে ১৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত। কিন্তু সেদিন বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ