চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘর থেকে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে সকালে ঘরের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত দম্পতির মেয়ে জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে আমরা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, একজনের লাশ ঘর থেকে এবং অন্যজনের লাশ ঘর সংলগ্ন গোসলখানা থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল দেখে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন অংশে ক্ষতের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
জাগো/আরএইচএম

