ময়মনসিংহে বিয়ের প্রলোভনে ‌ধর্ষণের অভিযোগ

আরো পড়ুন

ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করেছেন ভুক্তভোগী।

মামলায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের আছর আলীর ছেলে সেলিম মিয়াকে (৩০) আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার আবদুল গণি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ওই ছাত্রী কলেজে যাতায়াতকালে সেলিম মিয়া বিভিন্ন সময় প্রেম নিবেদন করে তাকে বিরক্ত করতো। বিষয়টি তার অভিভাবকদের জানিয়েও কোনো প্রতিকার হয়নি।

একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সাথে প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সেলিম এবং বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে। সর্বশেষ গত ২ আগস্ট ওই ছাত্রীকে ভালুকার একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। সেলিম এখন তাকে বিয়ে করতে রাজি না।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ