কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

আরো পড়ুন

কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার সবুজ মিয়ার ছেলে সিয়াম (১৭)।

জানা গেছে, দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা বের হচ্ছিলো। ওই সময় তাদের সামনে কয়েকজন এসে সিয়ামকে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। পরে আহত সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমেনা আক্তার জানান, নিহত সিয়ামের কোমরে দুটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‌খবর পেয়েই ওসিকে কল দিয়ে বলেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তাকে কারা হত্যা করেছে জানা যায়নি। শুনেছি তার সঙ্গে কয়েকজনের পূর্বশত্রুতা ছিলো। এর জেরে হত্যা করা হতে পারে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। পরে জানানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ