চুয়াডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতার স্মরণে দোয়া মাহফিল

আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর (বুধবার) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসবকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ইমরান হত্যার এজহার ভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার না করলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মাফিজুর রহমান মাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু।

সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ইমরান আহমেদেরর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং ছাত্রলীগ নেতা গাজী এমদাদুল হক সজল সহ অনেকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ