যশোরে ভুয়া এক কাজীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত কাজী হলেন মতিয়ার রহমান।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলার অভনগরের ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ধোপাদী গ্রামের সোহরাব মোড়লের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্ট্যাম্প ও বিয়ে সম্পাদনের নকল ফরমসহ মতিয়ার রহমান নামে এক ভুয়া কাজিকে গ্রেফতার করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে ভুয়া কাগজপত্র তৈরি ও বিয়ে দেয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ইতোপূর্বে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩০টি বাল্যবিয়ে পড়িয়েছে বলে স্বীকার করেছেন মতিয়ার রহমান।

