মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। এতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মেক্সিকোর স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিচোয়াকান ও কলিমা রাজ্যের সীমান্ত এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, ভূমিকম্পের পর দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেক ম্যানুয়েল লোপেজ এক ভিডিও বার্তায় জানান, ভূমিকম্পে মানজানিলোর প্যাসিফিক বন্দর এলাকার একটি দোকানে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।

