চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
৭ টি দলের অংশগ্রহনে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে ভবেশ, বদ্দীনাথ ও রবির দল।
এছাড়াও খেলায় অংশ নেয় সুবল, কৃষ্ণ, ভক্ত ও সুকুমারের দল।
আওয়ামী লীগ নেতা আয়ুব আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন, কেরুজ মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ দামুড়হুদা সার্কেল মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক প্রমূখ।

