ভরণ-পোষণ না দেয়ায় দুই ছেলের বিরুদ্ধে পিতার মামলা

আরো পড়ুন

ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের আব্দুল হক নামে এক বৃদ্ধকে ভরণ-পোষণ না দেয়ায় দুই ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন। গতকাল সোমবার তিনি নিজে এই মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, বাদী আব্দুল হকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম আজাদ কৃষি কাজ ও আসাদ চাকরি করে। আসাদকে এমএ পাশ করানোর পর ব্যবসা করার জন্য তিনি সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। এক পর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেয়। আবুল কালাম বাড়িতে থাকে এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকে। আসাদের ভাগের একটি রুমে তিনি বসবাস করতেন। গত ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেয়। তার দুই ছেলে পিতার ভোরণ-পোষণ দেয় না। যাবতীয় সম্পদ তারা নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোন রকম জীবন যাপন করছেন। ছেলেদের সাথে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে এই মামলা করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ