শঙ্কামুক্ত নন রনি, সমস্যা পাওয়া গেছে রক্ত পরীক্ষায়ও

আরো পড়ুন

গাজীপুরে পুলিশ লাইনসে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন। তার চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ছাড়াও জ্যেষ্ঠ চিকিৎসকরা এই বোর্ডে আছেন।

ডা. সামান্ত লাল সেন রবিবার সংবাদ সম্মেলনে বলেন, কোনো রোগীর শরীরে ১৫ শতাংশের ওপরে পুড়ে গেলেই আমরা বলি সিরিয়াস।

এই রোগীর ১৫ শতাংশের বেশী (২৫%) পুড়ে গেছে। এর মধ্যে আবার শ্বাসকষ্ট আছে। তাই তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। রনির আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রক্ত পরীক্ষায় সমস্যা পাওয়া গেছে। রিপোর্টগুলো বোর্ডের সভায় পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, রনিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আবার বসব। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি না যাওয়ার আগে স্পষ্ট করে কিছু বলা যাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাইরে চিকিৎসার বিষয়ে পুলিশ ও রনির পরিবার চাইলে সেটা করতে পারে।

রনির মতো একই ঘটনায় দগ্ধ পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থাও অপরিবর্তিত রয়েছে। এর আগে গত শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ