কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলেকে গাঁজা দিতে এসে বাবা আটকের চার দিন পর এবার আটক হয়েছেন এক বন্দির চাচাতো ভাই।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কারাগারের মূল গেটে আরপি চেকপোস্টে আরিফ হোসেন নামের এক যুবককে আটক করা হয়। আরিফের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার বর্জিতা এলাকার।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার সকালে আরিফ তার চাচাতো ভাই হাজতি রাসেলের সঙ্গে দেখা করতে আসেন। তাকে তল্লাশির সময় এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। বিষয়টি কোনাবাড়ী থানায় জানালে রাসেলকে পুলিশি হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

