কেশবপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক কর্মশালা

আরো পড়ুন

যশোরের কেশবপুরে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু, অভিভাবক রেজাউল ইসলাম প্রমুখ।

কর্মশালায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে করণীয়, কীভাবে বুঝবেন শিক্ষার্থীরা অমনোযোগী ও কেন অমনোযোগী হয়, মনোযোগের সময়কাল এবং মনোযোগ ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্কুল উন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন এবং চ্যালেঞ্জ নিয়ে দলগত কাজ করে সেটি উপস্থাপন করা হয়। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ