লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে ধরা পরা ৯১ কেজি বাঘাইড় মাছ নীলফামারীর স্থানীয় বাজারে লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিস্তা ব্যারাজের উজানের সাতনাই কলোনি এলাকায় জেলে আমির হোসেনের বড়শিতে বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা মিলে মাছটিকে ধরে উপরে নিয়ে আসেন।
জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর এলাকার মাছ ব্যবসায়ী কৈলাশ ও লাল চাঁন মিয়া বাঘাইড় মাছটি ৯১ হাজার টাকায় ক্রয় করে নীলফামারী জেলা শহরে বিক্রয় করেন ১ লাখ একশ টাকায়।
তিস্তাপারের মাছ ব্যবসায়ী সোলেমান হোসেন বলেন, মাছটি সীমান্তবাজারে আনা মাত্র বাসপুকুরে এলাকার লালচান ও কৈলাশ মাছটি ৯১ হাজার টাকায় কিনে নীলফামারী নিয়ে গিয়ে ১ লাখ টাকায় বিক্রি করেন।
লালমনিরহাট জেলা মৎস্য অফিসার ফারুকুল ইসলাম জানান, আইনগতভাবে এই মাছ ধরা নিষিদ্ধ নয় জেলেরা মাছ ধরে বিক্রি করতে পারবে এবং এই মাছটি খেতেও সুস্বাদু।
তিনি আরো বলেন, এই বাঘাইড় মাছ একশ কেজির উপরে যমুনা নদীর তীরে বেশি পাওয়া যায়।
জাগো/আরএইচএম

